ছদ্মনামে ঃ কবি শতদল
তোমার চরণচিহ্ন
রেখে গেছো
এই মর্ত্যধুলিতে ৷
এই গোধুলিতে
পথ চলতে চলতে
সূর্য্যের রক্তিম আভায়
দেখতে পাই,
সেগুলো সব হয়েছে ছিন্নভিন্ন ৷
হে আমার দেবতা
নেই গো আমার
সেই ক্ষমতা
সেগুলো রাখবো ধরে
সযত্নে পরিপূর্ণ
তুমি দেখা দাও
তুমি দেখা দাও
হে প্রভু ,
আরও একবার হও
অবতীর্ণ ৷
এ বারে যে
সযত্নে রাখবো
তোমার পুণ্য সে
চরণচিহ্ন ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ , ভারত
৮ই জুন , ২০১৭