মৃত্যু —অণুকবিতা
ছদ্মনামে ঃ কবি শতদল
মৃত্যু
কেন তুমি হাতছানি দাও ?
বারে বারে
বলো
কেন ডাকো ?
কি দরকারে
আমি তো রয়েছি বেশ
জীবন দরবারে
যখন জীবন
ছেড়ে দেবে একেবারে
চলে যাবো
তোমার কাছে চিরতরে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৫ই জুন, ২০১৮