ছদ্মনামে ঃ কবি শতদল ঃ
মিছে ডাক
ডাকিস্ না কাক
এত ভোরে
ডাকিস্ কেন জোরে জোরে ৷
লোকেরা সবাই
ঘুমোচ্ছে অকাতরে
দেখ্ না দাদু দিদা
ডাকছে কেমন নাক
তোরা এখন
চুপ থাক
লোকেরা যে করছে
ভীষণ রাগ ৷
তোদের এখন
বাসি পচা দেবে নারে কেউ
দেখছিস্ না ঘুমোচ্ছে
ও বাড়ির নতুন বউ
এখন কেউ ছেঁটাবে না মুড়ি
তোদের যে দেয় খেতে
ও পাড়ার লক্ষ্মীবুড়ি
সেও তো ছেঁড়া কাঁথায় মুড়িসুরি
চুপ কর , একটু অপেক্ষা কর
একটু পরেই ডেকে দেবে
গান্নিকে গিন্নির বর ৷