ছদ্মনামে ঃ কবি শতদল
আমরা তো
শিশু
আমরা বড়দের কাছে
শিখতে চিই
অনেক কিছু ৷
তোমরা আমাদের
পড়াবে লেখাবে
আমাদের জ্ঞানের ভান্ডার
ভরাবে
বাকি রেখো না
কোনোকিছু
আমরা পিছপা
হবো না
তোমরা আমাদের
শেখাতে গিয়ে
হেঁটো না গো
পিছু ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
১১ই আগষ্ট ,২০১৭