ছদ্মনামে  ঃ  কবি  শতদল

চাঁদনি  রাতে
থেকো  না  আর  তফাতে
এসো  পাশাপাশি
দেখো,  জোছনাকে  নিয়ে
কেমনে  রয়েছে  শশী  ৷


ব্যারাকপুর, কোলকাতা,  পঃ বঃ  ,ভারত
          ৪ঠা  জুন,  ২০১৭