চাঁদনি রাতে
ছদ্মনামে ঃ কবি শতদল
চাঁদনি রাতে
যদি তুমি
থাকতে সাথে
দেখতে গো
তারাদের ঝল মলে
আলোর মেলা ৷
মেঘেরাও ভাসিয়েছে
অনেক ভেলা
তোমাকে ছেড়ে
দিতাম প্রাতে
শশী বিদায় বেলা ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ , ভারত
২০ই জুন, ২০১৮