ছদ্মনামে ঃ কবি শতদল
হতে পারিস্ বুনোফুল
তবু তোদের সৌন্দর্য্য আছে
দূরে কেন সরে থাকিস্
তোরা অবগুন্ঠিত লাজে ?
মিশে যা তোরা
আর ফুলেদের মাঝে
দেখবি একদিন
জায়গা পাবি
ফুল সমাজের মাঝে ৷
সবাই বলবে তখন
কাজের ফুল
তোদের সমাজে ঢুকিয়ে
হয়নি কোনো ভুল ৷
সব ফুলই আগাগোড়া
প্রথমে থাকে আনকোরা
পরিচিতি পেলে পরে
হয়ে যায় সমাজের নজরকাড়া ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৫শে আগষ্ট, ২০১৭