ছদ্ননামে  ঃ  কবি  শতদল  

বউ  কথা  কও  
বলে  পাখি  
ডাকিস্ কেন  ঐ
তোর  ডাকেতে  বউ
আসে  না  তো  কই  ?
আমি  যখন
তোকে  ডাকি  
তুই  কেন  রে  
সাড়া  দিস্ না  
আমায়  কেন
দিস্  রে  ফাঁকি  ?
ও  পাখি,
আমার   ডাকে
সাড়া  দিতে  তোর  
লজ্জা  লাগে  নাকি  ?  


ব্যারাকপুর,  কোলকাতা ,  পঃবঃ ,  ভারত  
           ১লা  আগষ্ট  ২০১৭