ছদ্মনামে ঃ কবি শতদল
রক্তদান
মহাদান
শত শত মানুষের
ফিরায় প্রাণ ৷
হও ভাই
এই মহৎ কাজে
আগুয়ান
আমরা সবাই
গাহি তোমাদের
জয় গান ৷
কোনো ভয় নেই
সাথে আছে
ভগবান
তোমরাই
হবে ভাই
এ জগতের
মহান ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১৮ই ফেব্রুয়ারী, ২০১৮