ছদ্মনামে ঃ কবি শতদল
এই জীবন তরি
নিয়া আজি
কোথায় যাস্ রে
ওরে মাঝি ?
এই ভবসাগর
পারের পরে
তুল্ বি কোথায় ?
আমায়
তুই বল্ না রে
ও মাঝি
তুল্ বি কোথায়
কোন পারে
আজি ?
এইখানে মোর
দুখের পরে
সেইখানে কি
ছুটতে হবে
সুখের তরে ?
মন যে আমার
আজি
সেইখানেতে যেতে
না রাজি
চাইছে রে মন
থাকতে , মাঝি
এই ভবের পরে
চিরতরে , আজি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২০শে জুলাই, ২০১৭