ছদ্মনামে ঃ কবি শতদল
ভালোবাসায় নেই কোনো সিওর শট্
ভালোবাসায় আছে ফস্কা গেঁরো জট্
জট্ খুলতেই করতে হয় ছট্ ফট্ ৷
প্রেয়সীর চোখে আমায় দেখা
হয়তো ভালো নাও লাগতে পারে
হয়তো বা আমায় তাকে ভালো লাগলো
তার দুষ্টু মিষ্টি চাহনীতে
তবু সে সহজে দেয় না ধরা
ভালোবাসার সম্মতি আদায়ে
লেগে যায় বহুদিন
তার উপর কতিপয় নাটকের অছিলায়
ভালোবাসা ঘুরতে থাকে নাগোর দোলায়
দুটি মন এক হলে
তবেই জট্ খোলে ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ , ভারত
২৯শে আগষ্ট , ২০১৭