বাঙালী  ও  বাংলা ভাষা
ছদ্মনামে ঃ কবি  শতদল

আমরা  বাঙালী
বাংলা  ভাষা
রবির  ভাষা
বাংলা  ভাষা
কবির  ভাষা
ভাষার  জন্য
আমরা  কাঙালী  ৷
এ ভাষায়
লিখেছেন  নজরুল
এ  ভাষায়
লিখেছেন  অতুল ৷
বাংলা  ভাষায়
লিখেছেন  কবি   কামিনী
বাংলা  ভাষায়
এঁকেছেন  ছবি  যামিনী  ৷
বাঙালীর  প্রিয়  তারাশংকর
বাঙালীর  প্রিয়  অন্নদাশংকর
বাংলা  ভাষার
বড়ই  প্রিয়  ঈশ্বরচন্দ্র
বাংলা  ভাষার
বড়ই  প্রিয়  শরৎচন্দ্র  ৷


ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
      ২৪শে  জুন,  ২০১৮