বসন্ত  এসেছে
তাই  রঙ  লেগেছে
গাছে  গাছে,  ফুলে  ফুলে
ডাকছে  পাখিরা
প্রানখুলে  ৷
বসন্ত  এসেছে
তাই  পলাশ  শিমুল  বাবলা  গাছে
দোয়েল  শ্যামা  ফিঙ্গে  নাচে
নাচে  রে  ময়ূর
পেখম  তুলে  ৷
বসন্ত  এসেছে
তাই  আম  জাম  কাঠালে
ছেড়েছে  নবীন  পাতা
আসবে  রে  সোনালী  মুকুল
গন্ধে  ভরিয়ে  দেবে
বলেছে  বকুল  ৷
বসন্ত  এসেছে
তাই  মধু  খাবে  মধুকর
আজ  মৌপিয়াসিরা
হয়েছে  ব্যাকুল  ৷
বসন্ত  এসেছে
তাই  দখিনা  বাতাস  বইছে  আজ
কোকিলের  গান  গাইতে
লাগে  না  যে   লাজ
বসন্ত  এসেছে   ৷
    

৷ব্যারাকপুর,  পঃবঃ,  ভারত
      ১৯শে  মে,  ২০১৭