ও  বনলতা,
বনলতা,
আমি  এসেছি
আমি  এসেছি  রে,
শুনবো  তোদের  কথা  ৷
জানি  না  ভাই,
তোরা  কি  অমঙ্গলে
রয়েছিস্ এ  জঙ্গলে
পৌষ  ভাদরে  অনাদরে  ৷
তোরাও  তো  ফোটাস্  রঙিন  ফুল
ফোটাস্  সবুজ  পাতা  
তবু  কেন  ?
কেউ  বলে  না
তোদের  সৌন্দর্য্য  আর  
তোদের  রূপ  কথা  ৷  
বনে  থাকিস্  বলে
তাই  তোরা  বন্য
ফুল  সমাজে  তাই
তোরা  নগন্য  
কিন্তু  ভাই  
বনের  শোভা  বাড়াতে
তোদের  ভূমিকা  যে
অগ্রগন্য  ৷