ছদ্মনামে ঃ কবি শতদল
বাঙ্গালীর
বাংলা ভাষা
ভীষণ গৌরবের
এভাষা মধুর ভাষা
এ ভাষা ভ্রমর
আর ফুলের ভাষা
বড়ই সৌরভের ৷
এ ভাষা মধুকবির
এ ভাষা মোদের রবির
এ ভাষায় গান গায় কোয়েল
এ ভাষায় পেয়েছেন
কবি গীতাঞ্জলীর নোবেল ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৯ই নভেম্বর, ২০১৭