ছদ্মনামে ঃ কবি শতদল
ও কুনো ব্যাঙ ও সোনা ব্যাঙ
তোদের কেনরে ?
ব্যাঁকা ব্যাঁকা ঠ্যাং
একা একা ডাকতে পারিস্ না ?
ডেকে আনিস্ তোরা
তোদের মস্তো বড় গ্যাং ৷
হলে পরে প্রচুর বৃষ্টি
মানুষেরা ছাড়ে খিস্তি
তোরা কেনরে ডাকিস্ তখন
সবাই মিলে গ্যাঙ্গোর গ্যাং ৷
লাফিয়ে লাফিয়ে চলিস্ তোরা
আওয়াজ তুলে থপ্ থপ্
পোকা মাকড় গিলিস্ তোরা
কেমন যেন কপ্ কপ্ ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃ বঃ, ভারত
১৬ ই জুন, ২০১৭