ছদ্মনামে ঃ কবি শতদল
কলাপাতা
কলাপাতা
ঘোমটা দিয়ে
বউ সেজেছো ?
গণেশ তোমার বর
তোমার গাছে
ফলে যদি
এক কাঁদি কলা
সেটাই হবে
তোমার কাছে
তোমার কোলের পোলা ৷
পরম স্নেহে
পালন কোরো
বড় হলে বলবে সবাই
কলা গাছের
পাকা কলা
তখন তোমার পূর্ণ হবে
কলা বউয়ের
মাতৃত্বের ষোলো কলা ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
২২শে আগষ্ট ২০১৭