ছদ্মনামে ঃ কবি শতদল
রোজ রোজ প্রত্যুষে
উড়ে যায় নীলাকাশে
ছেড়ে যায়
আমাদের এলাকা ৷
দিবাশেষে মিলেমিশে
ফিরে আসে
ঝাঁক ঝাঁক বলাকা ৷
দিবাহার সেরে
তবেই ওরা ঘরে ফেরে
সকলেই একসাথে
ডানা ভড়ে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১৪ই ফেব্রুয়ারী , ২০১৮