ছদ্মনামে  ঃ  কবি  শতদল

বকগুলো   সাদা
     দলে  ওরা   এক  গাদা
ঘুরছে  সবুজ  ক্ষেতের  উপর
     নিচ্ছে  সবাই  খাদ্যের  খবর  ৷
খুঁজছে  কেঁচো
    খুঁজছে  থোকা  থোকা  পোকা
বক  নিজেও  খাবে
     আর  খাবে  বকের  খুকি  খোকা  ৷
খুঁজে  পায়  বড়  পোকা
      খুঁজে   পায়  ছোটো   পোকা
বড়  পোকা   খাবে
       বক  একা   একা
ছোটো  পোকা   খাবে
      বকেদের   খুকি   খোকা   ৷
যেই   ঢোকে  সবুজ  ক্ষেতে   শালিখ
            রুখে   যায়  সব   বক
মনে  ভাবে  বকেরাই
     এই   সবুজ  ক্ষেতের   মালিক  ৷


ব্যারাকপুর,  কোলকাতা,   পঃ  বঃ, ভারত
        ২১শে   জুন,  ২০১৭