ছদ্মনামে ঃ কবি শতদল
"হি বাবু,
দেখিস্ লাই দেখিস্ লাই
সরম লাগে সরম লাগে
আগে কি মেইয়ে মানুষ
দেখিস্ লাই ?
তুর বাড়িতেও তো আছে
মা বেটি বুনটাই
মোর মরদ আছে
হামার লিইগে উর দরদ আছে " ৷
নারে,
আমি দেখছি তোকে
একটু অন্য চোখে
আমাকে খারাপ ভাববি লাই ৷
তুহার মতোন আমার
এক বুন আছে রে
উ হারায়ে গেছে
উহাকে খুঁইজে পাই লাই
তুই আমার বুন
হবি রে ?
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ , ভারত
১৯শে আগষ্ট , ২০১৭