ছদ্মনামে  ঃ   কবি  শতদল

কলিকাতা
গোবিন্দপুর
সুতানুটি
এই  তিনটি  গ্রাম
ইজারা  নেওয়ার  জন্য
সেদিন  করেছে
খুব ছোটাছুটি  ৷
হুগলি  নদীর  পশ্চিম  তীরে
জাহাজের  নোঙর  বেঁধে
জব চার্নকের  দলবল
সোজা  চলে  আসে
জমিদার  সাবর্ন্য  চৌধুরীর ঘরে ৷
চতুর  ইংরাজ  চার্নক  সাহেব
সাবর্ন্যদের  খুশি  করে
পেয়ে  গেলেন বাংলায়
বানিজ্যের  ইজারা  ৷
এটাই  বাংলায়  প্রবেশ  করার
ইংরাজদের  প্রথম  ইশারা  
এর পর  তাদের  নিশানা
বাংলায়  গড়বে  আস্তানা
এর পর  সব ইতিহাস  বলবে  ৷

ব্যারাকপুর, কোলকাতা,পঃবঃ , ভারত
       ৪ঠা  অক্টোবর, ২০১৭