অতসীর  রূপ
ছদ্মনামে  ঃ  কবি  শতদল


অতসী  রূপসী
শ্রেয়সী  তুই
আর  ফুলেদের মাঝে
কেন  রে  সুন্দরী
তুই   ?
আছে  কাননের
রঙিন  শিমুল
আছে  সুগন্ধী  বকুল
আছে  তো
সুরভী  জুঁই
এমন  ফুলেদের  মাঝেও
কেন  রে  অতসী
রূপসী   তুই  ?


ব্যারাকপুর  ,  কোলকাতা,  পঃবঃ ,  ভারত
        ১২ই  জুন,  ২০১৮