ছদ্মনামে ঃ কবি শতদল
কোন রঙ
কোন তুলিতে আঁকলে
তোমাকে পাবো ?
সেই মুখখানি
হাসি মাখা সেই ঠোঁটে
একান্তে যেতে যেতে
তুমি আমি
সেই বোটে ৷
আমার হাতটি
তোমার বুকে চেপে ধরে
তুমি বলেছিলে
"পল্লব তোমায় ভীষণ ভালোবাসি "
সাক্ষী ছিল গঙ্গার বুকে
বয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস আর
বোটের উপর দিয়ে বাসায় ফেরা
গোধুলির সেই সব পাখি ৷
বিয়ে হয়ে চলে গেলে আঁখি
সেই সুদূর আমেরিকায়
আমি তো তখনও বেকার
তোমার বাবা মাকে কেইবা ঠৈকায় ৷
আমাকেও তো
তোমাদের বাড়িতে কত ডাকাডাকি
আমি সহ্য করতে পারিনি
আমি যাই নি
তোমার বাড়িতে
শুধু দুর থেকে বলেছিলাম
" সুখে থেকো আঁখি " ৷
ব্যারাকপুর,কোলকাতা, পঃবঃ, ভারত
৭ই জানুয়ারী, ২০১৮