ছদ্মনামে ঃ কবি শতদল
কৃষ্ণচূড়া
তুই আপন মনে
দুলিস্ কেন
ক্ষণে ক্ষণে ?
তোর কিসের এত
আনন্দ রে
মনে মনে ?
আজ আসবে নাকি
বসন্ত রে
মোদের বনে ?
তোর লাল লাল ওই
আবির রঙে
ঠিক লাগছে তোকে
নতুন কনে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৩০শে জুন, ২০১৭