ও আম্র মঞ্জুরী
তুমি আম্রপত্র শাখায় শাখায়
পরালে যে
তোমার সাধের স্বর্ণজরী
ও আম্র মঞ্জুরী ৷
তোমার ঐ আঁতুর ছাড়া গন্ধে
মোঁ মোঁ করে
ভ্রমর আর মৌমাছিরা উড়ে এলো
তোমার গাছের পত্র শাখায়
ভোঁ ভোঁ করে
মনের আনন্দে
ও আম্র মঞ্জুরী ৷
আম্রবৃক্ষে সোনার পরশ
ওরা সব মুখিয়ে আছে
কখন জুটবে পাকা ফলটি
খেতে লাগবে বেশ সরস
বউকথা কও পিউ পাপিয়া
আসবে কত ময়না টিয়া
রসাল ফলটি যে
খাবে ওরা চাখিয়া চাখিয়া
ও আম্র মঞ্জুরী ৷
যখন তুফান ঝড়ে
বৃন্ত থেকে পাকা ফলটি
খসে পরে
মানুষ ব্যস্ত কুড়োতে
মনের আনন্দে
ও আম্র মঞ্জুরী ৷