আমরা 'স্বাধীন '
স্বাধীনতা পেলাম
এই তো সেদিন ৷
দেখতে দেখতে হয়ে গেল
আটষট্টি বছর
এ আমাদের কষ্টার্জিত 'স্বাধীনতা'
এসেছে কত মিছিল মিটিং ভাষণে
এসেছে কত হরতাল অনশনে
ফেটেছে কত শত গোলাগুলি
ফেটেছে কত বন্দুক কামান
ব্রিটিশ শাসনে ৷
আমরা 'স্বাধীন '
স্বাধীনতা এসেছে কত শক্তে
কত শত শহীদের তাঁজা রক্তে
প্রাণ দিয়েছেন কত বীর
প্রাণ দিয়েছেন কত নেতা বিপ্লবী ৷
আমরা 'স্বাধীন '
এ কথা বলতে শুনতে ভালো লাগে
বেশ তো,
' তাঁদের কথা ' কতটুকু আমরা ভাবী ?
সারাদিন ?
আমরা 'স্বাধীন '
আমরা কত বার নেই
'তাঁদের ' নাম — বিনয় , বাদল , দীনেশ
আর বিপ্লবী ক্ষুদিরাম ৷
আমরা 'স্বাধীন '
তবে কেন আমরা ভুলে থাকি ?
স্বাধীন করেছেন প্রফুল্ল চাকী
আপনারা কি ভুলে গেছেন ?
নাম তাঁর ' মাষ্টারদা ' সূর্য্যসেন
ওঁদের ভুলবেন না কেউ
আবাল , বৃদ্ধ থেকে শিশু
' স্বাধীনতা ' এনেছেন
রাসবিহারী ও সুভাষ বসু ৷
আবারও বলছি,
এ আমাদের কষ্টার্জিত ' স্বাধীনতা '
আমরা পাইনি কোনো উপহারে
পাইনি আনন্দ হাঁসিতে
' স্বাধীনতা ' এসেছে বহু যোদ্ধা
শহীদের ফাঁসিতে ৷
' স্বাধীনতা ' এনেছেন দেশের মানুষ
তাঁরা হয়েছেন দ্বীপান্তর
তাঁরা পেয়েছেন কারাবরণ
তাঁরা লড়াই করেছেন আমরণ ৷
উৎসর্গ ঃ এপার বাংলা ওপার বাংলার
স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির
উদ্দেশ্যে ঃ
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ ভারত
২৭শে মে, ২০১৭