ছদ্মনামে ঃ কবি শতদল
আমি তো পাই না খুঁজে
মানুষে মানুষে তফাৎ
তোমরা কেমন করে খুঁজে পাও
মানুষের মধ্যে জাতপাত ?
চলনে বলনে মননে
সেই তো মানবীরূপ
হতে পারে নারী—পুরুষের আকৃতির তফাৎ
তবু তো আমরা মানব জাত ৷
হতে পারে মানুষে মানুষে ভাষার প্রভেদ
হতে পারে মানুষে মানুষে বর্ণভেদ
হতে পারে আমাদের খাদ্যভেদ
তবু তো আমরা মানবজাত ৷
আমরা পালন করি মানব ধর্ম
আমরা পালন করি মানব কর্ম
আমাদের ধর্ম মানব কল্যান
তাই তো আমরা মানব জাত ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ , ভারত
১৫ই জুন , ২০১৭