ছদ্মনামে  ঃ   কবি  শতদল  

আমায়  তোমরা
যখন  বলো
তোমাদের  কবি
মরণের  পরেও
থাকবে  তো
তোমাদের  মনে
আমার  ছবি   ?
আমায়  এখন  তোমরা  বলছো
মন্দ  কবি
অন্ধ  কবি
ছন্দ  কবি    ৷
মরণের  পরেও  থাকবে  তো
এই   সবই  ?
মায়ার  মায়া
সবই  ভুলিয়ে  দেয়
রেখে  যায়  তাঁর
কৃত কর্মের  ছায়া  ৷  
তোমরা  মনে   রাখবে  তো  ?
হে   আমার
লেখক   বন্ধু
শুভানুধ্যায়ী   সকল  ভায়া   ৷


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ ,  ভারত  
            ২৪শে   জুন,  ২০১৭