ছদ্মনামে ঃ কবি শতদল
আমায় পাগ্ লি বলে
কেন ডাকলি ?
ওরে সোনা মেয়ে ৷
তোরা কি আমার
শুধুই হাতের লাঠি
দেখ্ লি ?
বুঝেছি তাই ভাগ্ লি
ভীষণ ভয়ে ৷
আমি যাই নি রে
একটুও তোদের ধেয়ে
তোদের মতোন
কচিকাঁচাদের ভালোবাসি তাই
তাই তো তেদের
মুখের দিকে তাকাই
ইচ্ছে করে আদর করি
তোদের কোলে পিঠে নিয়ে ৷
আয়রে শিউলি
আয়রে মৌলী
তোরা আমার সাথে খেল্ বি
নই রে আমি পাগ্ লি
আমি করবো তোদের আদর
রোজ রোজ সবাই তোরা
আমার সাথে মিল্ বি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৮শে জুন, ২০১৭