ছদ্মনামে  ঃ কবি  শতদল

কে  বাইবে
মোর  সাধের  তরি
ওই  গাঙ্গে  গো  
ওই  গাঙ্গে  ?
যখন  আমি
থাকবো  না   গো  
এই  ধরাতে  
পারের  তরি  
থাকবে  পরে  
কে  আসবে  গো  
হাল  ধরাতে  
তোমার  গাঁটের  কড়ি
খরচ  করেও  
ডাকলে  আমায়  
পাবে  না  গো  
বয়েই  যাবে  
কোনো  সাড়াতে  ৷


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ ,  ভারত  
        ২২শে  জুলাই  , ২০১৭