ছদ্মনামে ঃ কবি শতদল
আমার হিয়ার মাঝে
আছো তুমি গোপনে
নাই বা তুমি এলে
আমার কাছে ৷
শয়ন বেলায় পাই যে তোমায়
দেখি আমার নয়ন মেলে
অধিক রাতের অধিক তারার মাঝে
গভীর সুখ স্বপনে ৷
আমার হিয়ার মাঝে
থাকবে তুমি
স্বপ্নে যেন তোমায় চুমি
বলো আসবে তুমি ?
প্রতি রাতে সুখ স্বপনে
রাখবো তোমায় খুব যতনে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ , ভারত
২৩শে জুন , ২০১৭