ছদ্মনামে  ঃ  কবি  শতদল
আলুর  দম
খেতে  ভালোবাসে
আমার  মম
রেঁধেছে  তাই
অনুপম  ৷
মম  বলছেন,
"  রান্না  খাসা  হয়েছে
অনুপম  
মাইরি  একদম  "
তবে  লবণটা  দিয়েছো
একটু  কম  ৷

ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ  , ভারত
    ২২শে  মে,  ২০১৮