ছদ্মনামে ঃ কবি শতদল
পলাশ শিমুল বাবলা
পদ্মকলি কচুরিপানা শাপলা
খুকুর পায়ের নুপুর
বাজে ঝুমুর ঝুমুর ৷
হাওয়ায় দোলে
শ্যামলা সবুজ গাছের
যজ্ঞ ডুমুর
পৃথিবীর চারিদিকে
আছে খোলা দিগন্ত
বার বার ঘুরে ফিরে
আসে ছটি রিতুর
শীত গ্রীস্ম বসন্ত ৷
আকাশ জুড়ে বৃষ্টি
জগতের কি অপরূপ সৃষ্টি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১৫ই জানুয়ারী , ২০১৮