এই মায়াবিনী রাতে
ডাকছি তোমাকে
শুধু তোমাকে ৷
এসো না গো
আমার কাছে
দেখো বাড়িয়ে রেখেছি
আমার দু হাত
আর পাবে না গো
এই মায়াবিনী রাত ৷
বোধ হয় তোমার
সাজতে লাগছে দেরি
তুমি না সাজলেও
লাগে তোমায় বেশ সুন্দরী ৷
এই মায়াবিনী রাতে
ডাকছি তোমাকে
শুধু তোমাকে
তুমি আর করো না দেরি
আর থেকো না তফাতে
দেখো জ্যোৎস্না ভেজা
এই মধু রাত
তারারা আকাশে গেঁথেছে
আলোর মালা
তুমি পাবে না আর দেখতে
এই মায়াবিনী রাতে
ডাকছি তোমাকে
শুধু তোমাকে ৷