এই গোধূলি বেলায়
ছদ্মনামে ঃ কবি শতদল
এই গোধূলি বেলায়
এসো না ভাব করি
তুমি আমি
এই দূজনায় ৷
চলো আমরা বসি
সেই ছাতিম তলায়
এই দুজনায় ৷
একটি দুটি করে
রাতের তারারা জ্বলছে
তার পর ভরে যাবে আকাশ
তারাদের মেলায় ৷
ঐ দেখো ডাকছে বেচারা
একসাথে পেঁচারা
এই সবে জোনাকিরাও
ব্যস্ত হলো
তাদের আলোর খেলায়
এসো না ভাব করি
এই গোধূলি বেলায় ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১৭ই জুন , ২০১৮