আমিও  তো
এক  "  পাখি "
আমি  দেখতে   ভালো  নয়  বলে
তোমরা  আমায়  নিয়ে
করো  না  তাই
মাখামাখি  ৷
প্রতিদিন  ভোরের  ভেলায়
'কা'  'কা'  রবে  ছাড়ি
আমি  নিজের  ডাক
আমিই  তো সেই
পক্ষী  সমাজের
অবহেলিত  'কর্কশ  কাক  '৷
তোমাদের  বাসি  পচা  আর
নোঙরা  খাবার  খেয়ে
আমি  এক  নিমেশে
করে  ফেলি  সাবার
যত  গন্ধ  দুর্গন্ধ  সব
আমি  করি  দূর
তবুও  তোমরা  আমায়  বলো
খুব  "  চতুর  "  ৷
পক্ষী  সমাজে  তবুও  ওঠে  না
আমার  দর
কেন  না  তোমরা  আমায়  
দেও  না  পাত্তা
করো  না  কদর  ৷      


ব্যারাকপুর , কোলকাতা ,  পঃবঃ  ভারত
           ২২শে  মে,  ২০১৭