ছদ্মনামে  ঃ  কবি  শতদল

আয়না  দিয়ে
       মুখটা  দেখি
বলছে   সবাই
       দেখতে  ভালো
      আমায়   নাকি  ৷
কেমন   ভালো   ?
    বলছে  না   কেউ
তবে  ভালো   লাগার
           মানেটা   কি  ?
আমার   আয়না
         আমায়  বলে  ,
"  তোকে  ভালো মানায়  না  "
আমি  বলি  "
"  তুই  তো  আমার  নিজের  আয়না ,
              তবে  কেন   মানায়   না  ? "
তার   মানে   ভাই
   আমার   আয়না
           আমার   ভালো  চায়না  ৷
আমার   আয়না   তাই
           সত্য  কথা   কয়  না
বল্ লে   সত্য  ,
    যদি  করি   আমি
আয়না   দেখার  ভীষণ  বায়না  ৷



ব্যারাকপুর ,  কোলকাতা,  পঃবঃ, ভারত