মিছে কেন জাগিবে?
শোকে কেন ভুগিবে?
অশ্রুর নহরে।
তিমির বাড়িছে বাড়ুক
তক্ষক ডাকিছে ডাকুক
রাত্তির মাঝ প্রহরে।
বহু যাতনা পেরিয়ে
কাটা পথ মাড়িয়ে
আজি তুমি ক্লান্ত,
বিষাদের সাগরে
গরল এই নগরে
দাও আজি ক্ষান্ত।
ঢুলু ঢুলু করে আখি
বিষণ্ণ পরাণ পাখি
এখানেই থমকে যাইবার আহবান,
পুরোনো সব বৃস্মৃতি
এইখানেই হোক ইতি
বেদনার অবসান।
তমাচ্ছন্ন এই নিশি
উত্তুরের হিম শীতল বাও,
শিয়রে বসিয়া জাগিয়া রহিব
তুমি তন্দ্রাদেশে যাও।
নিবো নিবো প্রদীপের
যদি তৈল ফুরিয়ে আছে,
জোনাকির আলো যদি
চোখে না ভাসে!
নিশ্চুপে জ্বলা নক্ষত্রের পানে চেয়ে চেয়ে,
সম্মোহনী সুরে ঘুম পাড়ানি গান গেয়ে গেয়ে,
একেলা জাগিয়া রহিব
বিজনে তোমায় রুখিবো।
স্তব্ধ কালো রাত্তি
কোথাও কোন সাড়া নেই,
এপাড়া ওপাড়া ঘুমিয়েছে
ঝিঁ ঝিঁ রাও জেগে নেই।
তুমিও এইবার ঘুমোতে যাও
স্বপ্নাদেশে উড়িয়া বেড়াও
আঁধার আসুক রাত্তি জুড়ে
ঘুমাও তুমি ঘোর অঘোরে।