স্বপ্নেরা সব এলোমেলো
গল্পেরা সব সাদাকালো
বৃথা এ জন্ম সংসারে।
অল্প আয় ব্যয় বেশি
নেশার ঘোরে মেতে আছি
চলবে সংসার কি করে ?
দুলছে জগৎ টলছে দেহ
মাতাল বলে ডাকছে কেহ
হয় না রে হুশ তবু রে।
কান্দে মায়ে বান্দে বাপে
নষ্ট যে কার অভিশাপে?
এমন হলে চলবে কি করে ?
এমন পোলা কেন হলাম
স্বপ্ন পোড়ে উড়িয়ে দিলাম
নিকোটিনের ধোয়ায় রে।
রগউঠা দেহ নিয়ে
ঝাপসা চোখে চেয়ে চেয়ে
ভ্রষ্ট পথে পথে চলছি ধীরে ধীরে।
পথের বাকে ধাক্কা খাই
স্বপ্ন গুলো মৃতপ্রায়
যাচ্ছে দিন কেটে এমন করে।
তরল ভেবে গরল পান
ক্ষয়ছে এমন করে প্রাণ
বন্দি আমি পাপের কারাগারে।
রুগ্ন দেহ ভগ্ন প্রাণ
গেল ইজ্জত গেল মান
নিঃস্ব হয়ে কান্দি বারে বারে।
তবু নাহি মতি হয়
নাহি সুপথে গতি হয়
কান্দে নয়ন কান্দে হিয়ারে।
তারে নারে জীবন ক্ষয়
কেটে গেছে সকল ভয়
মালাকুল মউত আসবে কবে রে?