সে কী জানে অভিমানে হারিয়েগেছে কেউ
যে ছিল এক মায়ার টানে ভেসে আসা ঢেউ।
কিছু সময় বাঁধা ছিল যে ঢেউ মায়ার প্রহরে
অবহেলায় হারিয়ে সে আজ বিলীন সাগরে,
মায়াবতীর কূল থেকে মায়া নিয়ে এসে
ভেসে আসা ঢেউ সে ভেসে চলে গেছে।
এখনও উত্তাল ঢেউ আসে গুরু গর্জনে
সে আজ বিলীন হয়ে সমুদ্রের নির্জনে,
অভিমানি সে ঢেউ আজ সাগর পাণে কেবল ধায়
মায়াবতীর কূলে নাহি কভু সে আজ ফিরে চায়।