কোথাও কেউ নেই ,
চারিদিকে ভিষণ নিরবতা
কুয়াশার চাদরে মোড়ানো পৃথিবী ,
আমি পথ চলেছি আমি একা একা।
তাঁর সাথে কথা বলতে বলতে
যদিও তাঁর অবয়ব নেই
সে যে অবাস্তব ,
সে থাকে শুধু আমার কল্পনায়।
আমি যখন একা থাকি
তখন তাঁকে আমার হৃদপিণ্ডের ভেতর থেকে বের করে এনে তাঁর সাথে গল্প করি,
আমার সুখ দুঃখের গল্প।
আবার যখন লোকালয়ে থাকি তখন তাঁকে সেই হৃদপিণ্ডের ভেতরে লুকিয়ে রাখি।
তাঁর কথা আমি ছাড়া কেউ জানেনা, আমি ছাড়া কেউ তাঁর কথা শুনতে পায়না ,
আমি ছাড়া আমার পৃথিবীর কেউ তাঁর সাথে কথা বলে না।
সে বাস করে অন্য এক পৃথিবীতে
সেখানে আমি নেই ,
সেই পৃথিবীর সবাই ব্যস্ত থাকে নিজেকে নিয়ে।
সেই পৃথিবীতে প্রবেশের অনুমতি আমার নেই।
কখনো কখনো আমার মন বিদ্রোহী হয়ে উঠে সেখানে প্রবেশের জন্য।
কখনো কখনো ভিষণ শীতল হয়ে যায়।
এভাবেই সময় যায়।
ইচ্ছে জাগে একদিন মহাবিদ্রোহে সব কিছু ভেঙ্গে চুরে ঢুকে যাবো সেই পৃথিবীতে।
যেখানে বাস করে আমার চন্দ্রবিন্দু।
নতুবা হারিয়ে যাবো , ভিষণ অভিমানে
তারাদের পানে।