তুমি কি পুরুষ?
তবে কেমন পুরুষ?

তুমি করনি প্রতিবাদ, করনি প্রতিহত, করে যাও আপোস অন্যায়ের।
আজ তোমার আমার বোনের ধর্ষক বেঁচে যায়, তুমি করোনা সুবিচার দায়ের।

আজ জ্বালিয়ে মারা হয়, কুপিয়ে ছেঁড়া হয়, অত্যাচার তো বাদই ধর্ষণ, যেখানে খেলা,
স্বামীর সামনে বউ, মায়ের সামনে মেয়ে, নিশি কিবা দিবালোকে, গণধর্ষনের মেলা।

আজ ভারী বয়স থেকে পায়নি শিশুও ছাড়া, তাও আবার অঙ্গ কেটে,
আজ শুধু বাড়ি কিবা অফিসে নয়, চলন্ত বাসেও হয়, এমনকি বাজারে হাটে।

আজ ধর্ষণে থেমে নেই, মেরেই ফেলা হয়, প্রমাণ লুকাতে যে হবে,
আজ প্রমাণ পেলেও বা কি বিচার ব্যবস্থা হারিয়েছি সেতো মোরা কবেই।

হয়তো কিছু দিন কানাকানি ভরপুর, লাইক শেয়ারে মাত ফেসবুক,
অতঃপর সব শেষ যে জার ব্যস্ত, নেই আর কোনো প্রতিবাদি মুখ।

আজ যৌনতা তোমায় হিংস্র করেছে, হয়ে উঠেছ তুমি মরিয়া,
তুমি কি পাওনি খুঁজে পতিতার পল্লী পারোনি কি দিতে ওদের ছাড়িয়া।

সেতো অবুঝ অবলা ছিলো, তোমাকে সে কি দিলো, তুমি করে নিলে তার সব লুট,
তোমার মা, বোন কিবা কন্যা, তারাও এমনি নারী তোমার কি কাঁপেনি রে বুক।

আজ অমুকের ভাই সে, তোমুকের ছেলে হয়, তাই শুধু শুনছি আর শুনলাম,
এমন নিষ্ঠুর পাষন্ড পাপিষ্ঠা বেঁচে যায়, কারণ তারা কিছু নেতাদের পা চাটা গোলাম।

আর কত চুপ রবে, তোমারও'তো মেয়ে হবে, ভাবছোকি সে দিনের কথা,
তাহলে নীরবি থাকো, সব কিছু চেয়েই দেখো, সেদিনও সয়ে নিও ব্যথা।

তবু প্রশ্নটা থেকে যায়, হাহাকারির মনে হায়, তুমি কি পুরুষ এই ভবে?
নাকি অবিচার অনিয়ম দেখে বুঝে সয়ে রয়ে কাপুরুষ হয়ে বেঁচে রবে?