বাড়ির পাশে বাগান ছিলো, সেখানেতে পাখি থাকে,
কখনো'তো দাওনি দানা,সে কি তবে উপোষ ছিলো.?

পশু সে'তো অনেক দূরে, মানুষ ই'তো কত আছে,
দিয়েছো কি বাড়িয়ে হাত,গরিব-দুঃখীর বিপদ কালে।

তোমার নাকি সামর্থ্য আছে, আল্লাহ তোমায় সবি দিলো,
ও আচ্ছা! তুমিও নাকি ধর্মভিরু,বিলীন সদা খোদার তরে।

মসজিদ গির্জা মন্দির বানাও, ইট পাথরের আল্পনাতে,
তোমার পাশেই দুঃখি কাঁদে, বহুদিনের অনাহারে।

কে বলেছে মন্দির-গির্জা, মসজিদ ঘরে খোদা থাকে,
থাকেন তিনি সৃষ্টির মনে, থাকে তাহার বিশ্বাস মাঝে।

বন্দনা করো দিবানিশি, ভাবছো তুমি স্বর্গে যাবে,
দিয়েছো কি অন্ন কভু, ক্ষুধার্তের মুখে তুলে.?

বিপর্যয়ের মুখেই খোদা, তোমায় খুব ডেকেছিলো,
তোমার তরে খোদা এলো, তুমি তাকে ফিরিয়ে দিলে!

বহু রুপে বহু সাঁজে, খোদা তোমার পাশেই ছিলো,
তিনি তোমায় ডেকেছিলো, তুমি তাকে এরিয়ে গেলে।

স্বর্গ কি আর এতোই সোজা, চাইলেই তুমি চলে জাবে!!

             ________সমাপ্ত ________