এইসব দিনক্ষণ কড়াকড়ি গণনা হিসেব আমার ভালো লাগে না। ভালো লাগে না আর পূঁজিতান্ত্রিক প্রতিযোগিতাময় জীবন —তারাহুরো ব্যস্ততা।
শহুরে শব্দ, মানুষের ভিড়, মগজ খাওয়া কোলাহল।
এইসব কিছুই আমার আর ভালোলাগে না।
আজকাল মনে হয় সহজলভ্যের পরিবর্তে জীবন হয়ে উঠে আরও কর্পোরেট, আরও শৃঙ্খল —আরও অশান্তির।
বরাবরই আমার মনে হয় সকল শহুরে ব্যস্তাতার বিপরীতে একটুনি শান্তি বোধহয় প্রযুক্তিহীন সবুজ গ্রামের শীতল বাতাসে, আবাদি জমির খোলা আকাশে। একটা লোভ লালসাহীন সহজ-সরল সাধারণ জীবনে।
তারপর দৌড়ে গিয়ে দেখি সেখানেও এখন বিরান কারবালা, সবখানেই পৌঁছেছে এই সকল বেনিয়া বাতাস।
হন্য হয়ে খুঁজেও মিলেনা একটা সহজলভ্য সাধারণ জীবন ধারনের কোন উপায়। মাকড়শার জালের মতো বেড়ায় আছে সব কর্পোরেট সৃঙ্খল, তারাহুরো ব্যাস্ততা —অশান্তি।
নিজেকে কোথাও লুকানোর যায়গা অবশিষ্ট নেই আর, কোথাও দুদণ্ড জিরিয়ে নেয়ার সুজুগ নেই।
মন হাঁপিয়ে ওঠে, নিশ্বাস ভারি হয়ে আসে, আজকাল আমার মনে হয় পৃথিবী আর বসবাসের যোগ্য নেই।