শৈশব টাকে সঁপেছিলুম আমি
জীবন সন্ধ্যার তরে..
আজ বয়স আমায় ফিরতে দেয়না,
স্মৃতিময় সেই প্রিয় শৈশব ঘরে।