খুব করে যে চাও বুঝি তবুও,
দিলুম ঠেলে দূরে,
এলে রে খুব অবেলায় তুমি,
কেমনে বাঁধিবো ডোরে?

মিনতি সুরে জানাই তোমায়,
করো গো আমায় ক্ষমা;
ফিরে যাও তুমি যে পথে এলে,
দুঃখ করো না জমা।