কবিতা:অনুধাবন

তুমি কি বুঝেছ কখনো
তরুলতা'রা কথা বলে,
বুঝেছ কি কভু বৃক্ষসাখে
কতটা জত্নে ফুল ফুটে,
বুঝনিতো ?
তবে তুমি জানোই না ভালোলাগা কাকে বলে।

তুমি কি অনুভব করেছো কভু
তোমার গৃহে পোষা প্রানিটির হাসি,
তুমি কি অনুভব করতে পারো
তার বিসণ্নতা অনুভুতি,
পারনিতো ?
তবে তুমি জানই না ভালোবাসা কাকে বলে।

তুমি কি দেখেছো কখনো
নিশীপুষ্পের ঝরে পড়া,
বুঝেছো কি কভু কারো
নিশ্বব্দে হারিয়ে যাওয়া,
বুঝনিতো?
তবে তুমি জানোই না অভিমান কাকে বলে।

তুমি কি দেখেছো কভু
ঝরের কবলে পাখির বাসা,
বুঝেছো কি কভু
অনাহারীর চাপা ভাষা,
আর নিঃস্বের করুন দশা,
বুঝনিতো ?
তবে তুমি জানোই না জীবন কাকে বলে।

             ________সমাপ্ত ________