কবিতা: নীরবতা।
মহিউদ্দিন আহমদ মহিন

তোমার কাছে নীরবতা কি জানি না...
আমার কাছে নীরবতা মানে, অনেক কথার ভিড়ে জমে থাকা না বলা কোলাহল,
কখনো নীরবতা মানে, মনের ঘরে মিছিল সুরে হৈ চৈ করা স্মৃতির দলবল। দুমড়ে

নীরবতা মানে হৃদয়পুরে ধুয়ার অন্ধকারে নিজেকে দুমড়ে-মুচড়ে কুঁকড়ে কাঁদা হাজারফালি আবেগ,
নীরবতা মানে ভাবনার ভবে খুব অবাক করে ফিরে দেখা প্রিয় কিংবা অপ্রিয় কিছু সাবেক।

নীরবতা মানে কল্পনা জল্পনায় মন আকাশে হামাগুড়ি দিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়া ঝাঁকে ঝাঁকে মেঘ,
নীরবতা মানে কালো কষ্ট, না বলা ব্যথা, হারানোর যন্ত্রনায় ধেয়ে আসা চোখের জলের আটকে রাখা বেগ।

শুধু তাই নয়,
নীরবতা মানে শিল্পীর ছবি, কবির কল্পন, লিখালিখি, শত রাশিরাশি অনুভুতির ভিড়,
নীরবতা মানে ভীষন কোলাহলেও বেখায়ালি হয়ে তার কোনো ভিন্ন শহরের ভাবনায় হয়ে থাকা স্থির।

নীরবতাই সুখ, নীরবতাই দুঃখ, নীরবতাই শান্তি কিংবা অপরুপ চারপাশ,
সবশেষে নীরবতাই দ্বন্দ্বহীন ভালো-মন্দ ও একরাশ মুগ্ধতার আবাস।

            ________সমাপ্ত ________