আমি দেখিয়া দেখিনা, ক্ষুধার্তের যন্ত্রনা,
আমি শুনিয়াও শুনিনা নির্যাতিতের আত্মচিৎকার,
আমার সম্মুখে বিনষ্ট করে বদ'কার,
আমি নিকৃষ্ট নির্মম বর্বর জুলুম দেখেও চোখ ঘুরিয়ে পাশ কেটে যাই, আমার কিছুই করার নাই, আমি অন্ধ।
আমি দেখেছি নির্বাচনে ভোটের চুরি, রক্তে মাখা লাল ছুরি, প্রতিবাদীর মৃতদেহ, বিচার পায়না দুর্বল কেহ,
দেখেছি আমি খুন-ঘুম আর ধর্ষিতার কত কান্না,
দেখেছি আমি এ সমাজের কান্ডুকীর্তি নির্লজ্জা,
আমি দেখিয়া বুঝিয়া সহিয়া রহিয়া হয়েছি বেশ ক্ষুব্ধ,
আমি দুর্বল, একা পারিনা কহিতে কিছু, হয়ে আছি বাকরুদ্ধ।
আমার চারপাশে অনিয়ম অবিচার,
আমি দু-চোখে দেখেছি অনাদর অবহেলা,
দেখেছি ঘুশের দামে চাকুরীর আবাদ,
আমি'তো করতে পারিনি প্রতিবাদ,
এই সমাজ, এ আইন, হয়না আমার বক্তি,
কেমনে করি পরিবর্তন আমার যে নেই শক্তি।
আমি দেখেছি ধনীর মান, বুঝেছি গরীবের ব্যবধান,
দেখেছি ক্ষমতার বাহাদুরি, কিছু ধর্ম-বাদীর'তো নেই জুড়ি,
দেখেছি ফর্সা-কালোর ব্যবধান, অকারণে হানা বহু প্রান,
তাই আবার আমি মিছিল ডাকছি, হুংকার ছুড়ে যুদ্ধ চাইছি.
তবে যদি প্রান যাবে যাক, তবুও রবো অটুট শক্ত,
হয়ে গেছি আজ তিক্ত আমি, বিবর্ণতায় বিষাক্ত।
________সমাপ্ত ________