কবিতা: কবুল।
✍️মহিউদ্দিন মহিন

ওগো স্বামী দেখনি মম আঁখিতে শুকায় জল,
ভাবনি কভু দিয়ে ব্যথা সইবার আছে কি সে বল।

আমার কবুলের তরে অধিকারী তুমি,
জীবনে-মরণে আমার এ কবুল জানি।

বৈবাহিক জীবনের স্বাদ এসব কথা না-হয় বাদ,
নারী-মনে প্রেম, শিশু, সংসারই সব, তাতেও দেখি খাত।

বাবার আবাস ছেড়ে যবে কনে শ্বশুর বাড়ি যায়,
বউ হয়েই কেন থাকে নারী? মেয়ে হওয়া কেন দায়.?

নারী শুধু পেট পুরে খেতে আর পড়তে আসেনি শাড়ি,
আত্মত্যাগ আর মায়া-মমতায় সাজায় তোমার বাড়ি।

বহু বছর হলো সংসার করি তবু তোমাকে চেনা দায়,
বুঝিনা আমি কি করে তুমি হাত উঠাতে পারো গায়।

ক'কলম তুমি শিখেছো জানিনা, কতদূর তোমার শিক্ষা,
বোধহয় তবে মানুষ হতে প্রয়োজন যা পাওনি সে দীক্ষা।

তবে তোমার পুষতন্ত্রের চাহিদা কালে বিছানায় থাকা আমি,
তোমার নিঃশ্বাসের ভাপে প্রতিবার বুঝি আমি রক্ষিতা
তোমার— প্রেমিকা হতে পারিনি।

ঘরের কোনায় চড়ুই জোরা আমাদের দেখে হাসে,
ওদের দেখে শিখোনা কেন— ভালো কেমনে বাসে।
ভালো কেমনে বাসে...